কোচবিহার

কোচবিহারের পৃথক দুটি এলাকা থেকে উদ্ধার বিষাক্ত ও বিরল প্রজাতির দুটি মাকড়শা

কোচবিহারের মেখলিগঞ্জ থেকে উদ্ধার হল বিষাক্ত ও বিরল প্রজাতির মাকড়শা। জানা যায়, মেখলিগঞ্জের জামালদহ অঞ্চলের খাসবস দাড়িকামারি এলাকার এক বাসিন্দা মহেশ বর্মন-র বাড়িতে দেখতে পাওয়া যায় এই মাকড়শা। পরে এই মাকড়শা উদ্ধারের খবর দেওয়া হয় বিডিও এবং বন দপ্তর বিভাগে৷ এরপর মাকড়শাটি বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। 

পাশাপাশি কোচবিহারের শীতলকুচির ডাকঘরা এলাকায় দেখা যায় ট্যারেন্টুলা। এই এলাকার একটি বাড়ির বারান্দায় দেখতে পাওয়া যায় এই প্রজাতির মাকড়শা। তারপর ওই পরিবারের লোকেরা মাকড়শাটিকে একটি কৌটায় আটকে রাখে। সেই খবর জানাজানি হতেই এলাকাবাসীরা ভিড় জমায়। তারপর বন দপ্তরকে খবর দেওয়া হয়। বনদফতরের কর্মীরা এসে মাকড়শা দুটিকে ধরে শাকবারি নামে একটি ফরেস্টে ছেরে দেয়। তবে এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় এলাকায়।  

এবিষয়ে স্থানীয় এক তরুণ শুভঙ্কর সিং জানান, তারা মাকড়শাটিকে দেখে অনুমান করেন এটি ট্যারেন্টুলা প্রজাতির মাকড়শা। তারপর একটি কৌটাতে ভরে বন দপ্তরে খবর দেয়।